নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘ ৩৪ দিন ধরে মানববন্ধন,গণ স্বাক্ষর কর্মসূচি , মহাসড়ক অবরোধ করে থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউসিসি) কোন প্রতিনধি তাদের সাথে যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সন্মেলন করে বলেন, আগামী ২৪ ঘন্টার ভিতর যদি ইউজিসির কোন প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ না করে তবে অনিদিষ্ট কালের জন্য বরিশাল -পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে দিবে।
বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য যে ফিজিবিলিটি টেস্টের বাজেট পাশ হয়েছে, তা উল্লিখিত ৯ মাসের পরিবর্তে ৩মাসে শেষ করে একনেকে বাজেট উত্থাপন করে দ্রুত পাশ করতে হবে।
জমি অধিগ্রহণের কথা উল্লেখ করে বলেন, ক্যাম্পাসের আশপাশ বসতবাড়িতে পূর্ণ হয়ে যাচ্ছে, পরে জমি অধিগ্রহণ করতে আরো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এজন্য অতিদ্রুত সময়ের সময়ের মধ্যে ১৫০ একর জমি ক্যাম্পাসের আশপাশ থেকে অধিগ্রহণ করার একটা যৌক্তিক পরিকল্পনাসহ প্রজ্ঞাপন জারি করতে হবে। পরিবহন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন,যতদিন পর্যন্ত নিজস্ব পরিবহন ক্রয় করা না হবে ততদিন বিআরটিসির পরিবহন দ্বারা শতভাগ পরিবহন নিশ্চিত করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.