নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিনেমার পর্দায় দেখানো যুক্তি-বুদ্ধিহীন প্রেম যখন বাস্তবের প্রেমিক যুগলকেও অনুপ্রাণিত করে তখনই ঘটে যেতে পারে ভয়ংকর ঘটনা। সম্প্রতি ‘সাইয়ারা’ সিনেমায় কৃষ ও বাণীর প্রেমকাহিনির মতোই ‘ইনটেন্স লাভ’-এর দেখা মিলল বাস্তবেও। প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় রাগের চোটে ইলেকট্রিক পোলে উঠে বিদ্যুতের হাইটেনশন তার কেটে দিলেন এক যুবক। ব্যস, বিদ্যুৎহীন প্রেমিকার গোটা গ্রাম।
ফোন থেকে প্রেমিকার মনোযোগ সরাতেই এমনই পন্থা বেছে নিলেন প্রেমে মত্ত এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা গেছে। ভাইরাল ভিডিওটি ঠিক কোথাকার সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য নেই।
ভিডিওতে শুধু দেখা যাচ্ছে, হাইটেনশন তারের পোস্টে উঠে বড় একটি লোহার তার কাটার যন্ত্র দিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন ওই যুবক।এমন ভিডিও দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে।
এক নেটিজেন লিখেছেন, ‘অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম। একজন আবার মজা করে লিখেছেন, ‘প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এ তো গোটা গ্রামের শিরা কেটে ফেলল। অন্য এক নেটিজেন-এর মতে, ‘কথায় বলে প্রেমে অন্ধ কিন্তু এর প্রেমে এখন গোটা গ্রাম অন্ধ।’
এরকম ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে, বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামের এক ব্যক্তি শুধুমাত্র অন্ধকারে গোপনে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ কেটে দিতেন। যখন আশপাশের এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ছিল তখন সেই গ্রামে দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ ছিল না। স্থানীয়রা অবশেষে অবিরাম বিদ্যুৎবিভ্রাটের আসল কারণ জানতে পেরে হতবাক হয়ে যান এবং শিগগিরই লোকটির গোপন রহস্য উন্মোচিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.