পরিবারের নিকট আত্মীয়রাই সাধারণত শিশুদের অসঙ্গত যৌনপীড়ন করে থাকে। ফলে শিশুর মানসিক বিকাশ বিপর্যস্ত হয়ে পড়ে এবং শিশুটি যৌন বিকৃত এক অস্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে ওঠে।
শিশু-কিশোর অপরাধের সুনির্দিষ্ট কিছু কারণ চিহ্নিত করেছেন অপরাধ বিজ্ঞানীরা।
যেমনঃ শহর জীবনের নিঃসঙ্গতা, পিতামাতার উভয়ের কর্মজগতে তৎপরতায় পিতা-মাতার অপর্যাপ্ত তদারকি, পরকীয়া, মানসিক অসুস্থতা, অসঙ্গত মূল্যবোধ ও লক্ষ্য, অবৈধ উপায়ে অভিভাবকের উপার্জন, স্যাটেলাইট সংস্কৃতি, কুরুচিপূর্ণ সিনেমা, টিভিসহ সামাজিক গণমাধ্যমে অশ্লীল নীল ছবি, অসামাজিক সঙ্গ, ইত্যাদির কারণে শিশু-কিশোর অপরাধ বাড়ছে।