আজ বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রভাষক খলিলুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ৩০ শুক্রবার, ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আজ ২৯ এপ্রিল বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার মসজিদ বাড়ি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক মোঃ খলিলুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত ২০১৩ সালের ২৯ এপ্রিল বিকালে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে সাংবাদিক খলিলুর রহমান অকাল মৃত্যুবরণ করেন।
তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলার রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশরাত জাহান মুন্নী মরহুম খলিলুর রহমানের স্ত্রী। মৃত্যুকালে খলিলুর রহমান মা, স্ত্রী ও শিশু কন্যা শিফাকে রেখে যান। পরে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।