প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
উজিরপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের নামে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা মাঠ কর্মী

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের নামে প্রতারণা করে শত শত গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে মাঠ কর্মী কনক বাড়ৈ বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের সন্ধানী ইনস্যুরেন্সের গ্রাহক জামাল কারীর স্ত্রী পারভীন বেগম,সেলিম বেপারীর স্ত্রী শাহিদা বেগম রিপন বাড়ৈর স্ত্রী ইতি, মোশারফ বেপারীর ছেলে রুবেল বেপারী, হেমায়েত মোল্লার স্ত্রী মোরশেদা বেগম, রহিম আকনের ছেলে শামিম আকন, রহিম আকনের মেয়ে রওশানা বেগম,বাবুল হাওলাদারের ছেলে আলামিন হাওলাদার, আঃ জব্বার হাওলাদারের স্ত্রী জাকিয়া বেগম, বাবুল হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার, বিল্লাল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার, মহিউদ্দিন সুতারের স্ত্রী মানসুরা বেগম কবির মাঝির স্ত্রী ফাতেমা বেগম, নাছির মাঝির স্ত্রী রোজিনা বেগমসহ শত শত গ্রাহকরা অভিযোগ করে বলেন তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাজাপুর গ্রামের বিভূদান বাড়ৈর মেয়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মাঠ কর্মী কনক বাড়ৈ সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন ও তার আপন ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়মন বাড়ৈর ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়া কনক বাড়ৈর হাত থেকে রেহাই পায়নি তার আপন খালাত বোন ইতি হালদার। মাসিক সঞ্চয়ের নামে ইতি হালদারের কাছ থেকে এককালীন ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। অসহায় গ্রাহকদের কাছ থেকে রিসিভ কপি না দিয়ে ধোকা দিয়ে সাড়া জীবনের গচ্ছিত সঞ্চয়ের টাকা আত্মসাৎ করে মাঠ কর্মী কনক বাড়ৈ।
বর্তমানে প্রতারক কনক বাড়ৈ পালিয়ে বেড়াচ্ছে। নিরুপায় গ্রাহকরা স্বর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমনকি কয়েকটি অসহায় পরিবার কান্না করে বলে তাদের সঞ্চয়ের টাকা ফেরত না পেলে আত্মহত্যার পথ বেছে নেবে তারা।
অভিযুক্ত সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মাঠ কর্মী কনক বাড়ৈ পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ম্যানেজার মাহাবুব হোসেনকে বারবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।এদিকে প্রতারক কনক বাড়ৈকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তিসহ তাদের সাড়া জীবনের সঞ্চয় ফেরতের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.