চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// একসময় যেখানে শুধু পানি আর হতাশার চিহ্ন দেখা যেত, আজ সেই মাঠে ফিরেছে সবুজ আমনের চারা। ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের মাঠ এখন নতুন দৃশ্যপটে ভরপুর। দীর্ঘদিন জলাবদ্ধতায় পতিত থাকা শত শত একর জমি উপজেলা প্রশাসনের উদ্যোগে আবারও আবাদযোগ্য হয়েছে।
জানা যায়, উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৩০০ একর এবং ৪ নম্বর ওয়ার্ডে আরও ২৮০ একর জমি বর্ষায় পানিবন্দী হয়ে পড়েছিল। কৃষকের স্বপ্নের জমি হয়ে উঠেছিল বর্জ্য পানির আধার। তবে প্রশাসনের দ্রুত উদ্যোগে পাইপ বসানোয় বের হয়ে যায় জমির স্থায়ী পানি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ার পর প্রায় ৫৮০ একর জমি ধান আবাদে ফিরে আসে।
কৃষক আবি আব্দুল্লাহ বলেন, কিছুদিন আগেও জমিতে শুধু পানি জমে থাকত। ধান লাগানো স্বপ্ন ছিল। কিন্তু এখন প্রশাসনের সহযোগিতায় আবার জমিতে বীজতলা তৈরি করতে পারবো। এতে আমাদের জীবন বাঁচল।
অন্য কৃষক আব্বাস দালাল জানান, আগে জমি পতিত থাকত, লোকসান গুনতে হতো। এখন ধানের চারা লাগাতে পারবো। প্রশাসনের এই উদ্যোগ আমাদের নতুন ভরসা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, গ্রামবাসীর আবেদন পাওয়ার পর আমরা দ্রুত উদ্যোগ নিয়েছি। জলাবদ্ধতা নিরসনের ফলে কৃষকের শত শত একর পতিত জমি আবার আবাদে ফিরেছে। কৃষি আমাদের অন্যতম শক্তি—তাই প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হলো কৃষকের প্রতিটি জমিকে আবাদে ফিরিয়ে আনা, যাতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষক পরিবারগুলো স্বাবলম্বী হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.