আরিফুর রহমান, নলছিটি।। ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুৎ সমিতির এক ড্রাম এ্যালুমিনাম তারসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০এপ্রিল) সকালে নলছিটি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাচনমহল ইউনিয়নের বাবলাতলা এলাকায় তাদের গ্রেফতার করে।
এসময় তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওমর ফারুক বাদী হয়ে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী এর সাথে জরিত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।