নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: বরিশাল নগরীর খ্রিস্টান পাড়া কলোনিতে রাতে স্থানীয় যুবকদের প্রবেশ করতে নিষেধ করায়, জিসান নামে এক যুবকের উপর দেশীয় অস্ত্র,শস্ত্র, লাঠি,সোটা,দিয়ে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক নগরের ১২নং ওয়ার্ড ত্রিশ গোডাউন খ্রিস্টান পাড়া কলোনির বাসিন্দা পিটার আরিন্দার ছেলে জিসান আরিন্দা (২০)। আহত যুবক শের-ই বাংলা মেডিকেল কলেজ( শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কর্তব্যরত চিকিৎসক বলেন, হামলায় আহত যুবকের মারি থেঁতরে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা লাগতে পারে।
গত শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা রাতে ত্রিশ গোডাউন (আমবাগান) চতুর্থ হাউজিং কলোনিতে ঘটনাটি ঘটে। আহতের বোন লিজা আরিন্দা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু কিশোর যুবক রাতে কলোনিতে প্রবেশ করে মাদকদ্রব্য সেবন করেন। তাদের রাতে কলোনিতে প্রবেশ করতে নিষেধ করায় আমার ছোট ভাই জিসানের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে।
তিনি আরও বলেন, আমরা খ্রিস্টান,আমাদের পরিবারের লোকজন সন্ধ্যা হলে বাসার সামনে বসে এবং আমাদের কলোনিতে ১৪থেকে ২০ বছর বয়সী মেয়ে রয়েছে। তাদের দেখে বিভিন্ন ধরনের কথা বার্তা ও (ইভটিজিং) করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, নগরের ২৪ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ বাচ্চু মিয়ার ছেলে সাকিব ও সাব্বিরসহ অজ্ঞাত১০/১৫ জন মিলে পরিকল্পিতভাবে কলোনিতে প্রবেশ করে হামলা চালায়। এবং তার বাবা বাচ্চুর মাদকদ্রব্য গাঁজা বিক্রি করতে অস্বীকার করায় সুজন নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে গাছের সাথে হাত-পা বেঁধে মারধর করে। এতে সুজন মারা যায়। সেই মামলায় বাচ্চু জেল হাজতে রয়েছে।
এবিষয়ে বরিশাল জেলা ও মহানগর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমাজেও নেতারা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মিজানুর রহমান বলেন, ত্রিশ গোডাউন খাল পার এলাকায় একটি মারধরের ঘটনার কথা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.