প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ
বরিশাল নগরীতে জমি বিরোধকে কেন্দ্র করে নারীর বাসায় হামলা, ভাঙচুর ও হ*ত্যার হু’ম’কি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাসায় হামলা, মালামাল লুটের চেষ্টা ও হত্যার হুমকির ঘটনায় বরিশালের কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশিদা আক্তার চৌধুরী (৪৭)। তিনি নুর আলম চৌধুরীর স্ত্রী ও বরিশাল সদর উপজেলার ৯নং ওয়ার্ডের গির্জামহল্লাস্থ ভেনাস শপিং কমপ্লেক্সের বাসিন্দা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোলাম মোস্তফা স্বপন (৩৯)-এর নেতৃত্বে ১০-১২ জন অজ্ঞাত সন্ত্রাসী তাঁর বাসার সামনে কেচি গেট ও থাই গ্লাসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে কোতোয়ালী থানায় খবর দেন।
অভিযোগে আরও বলা হয়, পুলিশ আসছে বুঝতে পেরে হামলাকারীরা তড়িঘড়ি করে কিছু মালামাল সরিয়ে ফেলে এবং কেচি গেট আটকে তাঁর বাসার মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় পড়েন। রাশিদা আক্তার লিখিত অভিযোগে বলেন, “বর্তমানে আমার জান-মালের কোনো নিরাপত্তা নেই।
আমি দুশ্চিন্তায় রাতেও ঘুমাতে পারি না। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে।” এ ঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানার ওসির কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.