অভিযান পরিচালনায় কাউনিয়া থানাধীন ৮নং ওয়ার্ডস্থ চরবাড়িয়া ইউপি’র মৃতঃ মোঃ তোফায়েল খান এর ছেলে মোঃ সজল খান(২৮) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার ১নং ওয়ার্ডের মৃতঃ মোঃ আঃ হক এর ছেলে মোঃ শামীম হাওলাদার’কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর কৌশলী ও ব্যপক জিজ্ঞাস্যমতে সজল জানায়, তার ভাড়াটিয়া বাসায় আরও মাদক রয়েছে।
অতঃপর সজলের নলছিটি থানাধীন দপদপিয়া ইউপির ভাড়াটিয়া বাসায় তল্লাশি করে আরো ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং সজলের সহযোগী (স্ত্রী) এ্যানি আক্তার লামিয়া কে গ্রেফতার করেন।
সর্বমোট ৪ ৮৫০(চার হাজার আটশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি প্লাটিনা মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন, ১ টি টয় সাইকেল উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।