নিজস্ব প্রতিবেদক// বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশজুড়ে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ৩৪টি মামলায় মোট ২ হাজার ১৬৭ জনকে আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ১৩টি হত্যা মামলা এবং বাকি ২১টি অন্যান্য ধারায় করা মামলা।
মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩টি হত্যা মামলায় মোট আসামি করা হয়েছে ১ হাজার ৩৯০ জনকে এবং অন্যান্য ধারার ২১টি মামলায় আসামি করা হয়েছে ৭৭৭ জনকে।
যেসব স্থানে হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে— শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এছাড়া বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দায়ের করা অন্যান্য ধারার মামলাগুলোতেও চার্জশিট দেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলোর তদন্ত কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। অন্যান্য মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে পুলিশ সচেষ্ট রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.