মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বিএনপির ওপর থেকে : কাদের
Barisal Crime Trace -HR
প্রকাশিত নভেম্বর ১৫ সোমবার, ২০২১, ০৪:৪২ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট ॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, বিএনপি নেতারা সন্ত্রাসী, অনিয়মকারী ও দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতা। তারা অপরাধীদের জন্য মায়াকান্না করে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়?
আজ সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।
আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি বলেও মন্তব্য করেন তিনি।