কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার
Barisal Crime Trace -HR
প্রকাশিত নভেম্বর ১৬ মঙ্গলবার, ২০২১, ০৮:৩৬ পূর্বাহ্ণ
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে সোমবার বিকেলে উপজেলার উজিয়ালখান গ্রাম (মাহমুদ ট্রেডার্স) এর সম্মূখ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। এরা হলো উপজেলার আসপদ্দি গ্রামের মলিন ঢালী এর ছেলে অভিজিৎ ঢালী (২৫) ও একই উপজেলার কুমিয়ান গ্রামের মৃত: শাহজাহান হাওলাদার এর ছেলে মোঃ সাগর হোসেন (২৩)। এদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করে আসামীদেরকে কাউখালী থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।