নিজস্ব প্রতিবেদক// বরিশাল সদর উপজেলার ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারসংলগ্ন জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও যুবদল নেতাদের বিরুদ্ধে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রবাসী ইলিয়াস কবির ২০২১ সালে ২৫.৫০ শতাংশ জমি সাফ কবালার মাধ্যমে ক্রয় করে রেকর্ড হালনাগাদ করেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করেন। পরে জমি সুরক্ষায় কাটাতারের বেড়া দেন। কিন্তু কিছুদিন পর যুবলীগ নেতা অরুন ও যুবদল নেতা সেন্টুর নেতৃত্বে হামলা চালিয়ে বেড়া ভাঙচুর করা হয় এবং ইলিয়াস কবিরকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়।
এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন এবং ১ সেপ্টেম্বর আদালত বিরোধীয় জমিতে শান্তি বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাতের আঁধারে ওই জমিতে আবারও ড্রেজার দিয়ে বালু ভরাট শুরু হয়েছে।
ইলিয়াস কবির অভিযোগ করেন, প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চাইলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অপরদিকে অভিযুক্তরা দাবি করেছেন, জমির বৈধ মালিকানা তাদের হাতে রয়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে এ বিরোধ বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.