নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মোটরসাইকেলে সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বরিশাল ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। তার মরদেহ নিয়ে ফেরা সঙ্গীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সগীর হোসেন।
জব্দ করা হয়েছে ৩ হাজার ১৫০ ইয়াবাসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি। আটক ফারদিন মিয়া (২৩) নগরীর হযরত কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে এবং বরিশাল বিএম কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী।
দুর্ঘটনায় নিহত কেএম মশিউর রহমান অরিন বাবু নলছিটির বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। ডিবি পরিদর্শক সগীর হোসেন বলেন, ফারদিন মিয়া ও অরিন বাবু মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কিছুদিন ধরেই নজরদারিতে ছিলেন। এর মধ্যেই সাত দিন আগে তারা দুটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যায়। সেখান থেকে বুধবার বরিশালের উদ্দেশ্য রওনা দেয় তারা।
আটক ফারদিন মিয়ার দেওয়া তথ্যের বরাতে সগীর হোসেন বলেন, মাদারীপুরের শিবচর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন অরিন বাবু। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সেই মোটরসাইকেলেই লুকানো ছিল ইয়াবা।
পরে ফারদিন অ্যাম্বুলেন্সে নিহত বাবুর লাশ এবং ভাড়া করা পিকআপে ইয়াবা লুকানো মোটরসাইকেল ও নিজের মোটরসাইকেল নিয়ে বরিশাল রওনা হয়। পরিদর্শক সগীর বলেন, গোপন খবরের মাধ্যমে জানতে বিষয়টি জেনে তাকে আটক করার প্রস্তুতি নেওয়া হয় এবং রাতে বাঘিয়া মসজিদের সামনে থেকে আটক করা হয়।
পরে তল্লাশি করে মোটরসাইকেলে সুকৌশলে লুকানো ৩ হাজার ১৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করবে। মামলায় আসামি করা হবে ফারদিনকে। মারা যাওয়ায় অরিন বাবুকে আসামি করা হবে না।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.