প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে যখম করলো আ’লীগ নেতা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান খানকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর চান মিয়া হাওলাদার ও তার আপন ভাই লাল মিয়া হাওলাদার। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান খান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাড়িতে যাওয়ার সময় উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ চান মিয়া হাওলাদার ও তার আপন ভাই লাল মিয়া হাওলাদার মিলে ৩ সেপ্টেম্বর দুপুরে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়।
জানা যায় নুরুজ্জামানকে ছুরিকাঘাত করে এবং পিটিয়ে গুরুতর আহত করেছে। এসময় ডাকচিৎকার করলে আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় আহত নুরুজ্জামান খান বাদী হয়ে অভিযুক্ত চান মিয়া হাওলাদার ও লাল মিয়া হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.