বাউফলে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ
Barisal Crime Trace -HR
প্রকাশিত মে ১ শনিবার, ২০২১, ০৪:২৫ অপরাহ্ণ
আরিফুল ইসলাম, বাউফল(পটুয়াখালী): পটুয়াখালী বাউফলের চর কালাইয়ার অসহায় কৃষিক মো. দেলোয়ার মাতবরের ধান কেটে ঘরে তুলেন উপজেলা যুবলীগের নেতা কর্মীরা। শনিবার সকালে ওই ধান কেটে ঘরে তুলে দেন।
বাউফল উপজেলা যুবলীগের সাধারন ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মো. মামুন খাঁন,
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা সামসুল কবির নিশাত, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ মৃধা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমির হোসেন।
এদিকে বেলা ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন আর রশিদ খান ও সাধারন সম্পাদক রিয়াজ সিকদার এর নেতৃত্বে দলের নেতা কর্মিদের নিয়ে মদনপুরা ইউনিয়নের জুয়েল হাওলাদার নামের এক কৃষকের প্রায় ২ একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আমিনুল ইসলাম লিটন, যুগ্ম-সম্পাদক মিজান ডালি, বাউফল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম লিটন, সাধারন সম্পাদক জিল্লুর রহমান রুবেল,
মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হাওলাদার, সাধারন সম্পাদক জহির মাস্টার, বাউফল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইউনুস খান, মদনপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রব,
মদনপুরা ইউনিয় ছাত্রলীগের সভাপতি হাসান সরদার প্রমূখ। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ বলেন, ‘ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকের পাশে আছি।
বাউফলের প্রতিটি ইউনিয়নে যুবলীগ নেতৃবৃন্দ কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষক দেলোয়ার মাতবর বলেন, যুবলীগ আমার ১একক জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন।