বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর মৃধা, নুরুল আমিন গাজী পরাগ, শাখাওয়াত হোসেন হাওলাদার, দুলাল ব্যাপারী, জহিরুল ইসলাম হাওলাদার, এনামুল হক চুন্নু, খোকন হাওলাদার, শামিম বিশ্বাস প্রমূখ। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ আগস্ট কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালীন বেলা সাড়ে ১২টার সময় উপজেলার দুধল ইউনিয়নের চরগোমা এলাকার কার্তিক বাবু ও পার্শ্ববর্তী নলছিটি থানার পশ্চিম চরকাউয়া গ্রামের গোপাল চন্দ্র শীল নগদ টাকা ও চকলেটের লোভ দেখিয়ে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়।পরে ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষণ চেষ্টাকারী কার্তিক বাবু ও গোপাল শীলকে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবেন বলেও হুমকি দেয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.