মোঃমনছুর আলম, ভোলাঃ জুলাই বিপ্লবের পর থেকে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার চিহ্নিত সন্ত্রাসীদের দৌরাত্ম, লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর এম আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারণার উদ্দেশ্যে আমি গ্রামের বাড়িতে গেলে আমার গাড়িবহরে হামলা চালানো হয়, নেতাকর্মীদের মারধর করা হয়। মোটরসাইকেল ছিনতাই করা হয়। এমনকি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় আমাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর এম আলম নিজেকে বিএনপির ত্যাগী নেতা হিসেবে দাবর করে বলেন,“আমি আমার গ্রামের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট সমাধান প্রত্যাশা করছি। জনগণের কাছে আমি এর সঠিক বিচার চাই। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জোরদাবি জানান বিএনপির এ নেতা।
এদিকে সংবাদ সম্মেলনের পর কাচিয়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, এলাকায় সম্প্রতি রাজনৈতিক কোন্দল বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় শ্রেনীপেশার মানুষ জানান, আমরা ভয়ে রাতে ঘর থেকে বের হতে পারি না। রাজনৈতিক লোকজনের বিরোধের কারণে গ্রামে অশান্তি তৈরি হচ্ছে।
নারীরা বলেন, রাজনৈতিক এমন হিংস্রতার কারনে আমরা আমাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় হচ্ছে। রাস্তাঘাটে ঝগড়া-বিবাদ, মারামারি লেগেই থাকে।
এ ছাড়া সেখানকার ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে যাওয়ায় দোকানপাট আগেভাগেই বন্ধ করতে হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।
বর্তমানে ভোলা-২ আসন তথা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় রাজনৈতিক দ্বন্দ্বকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন ভিতিকর অবস্থায় স্থানীয়রা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.