সঞ্জিব দাস, গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীতে সাপের কামড়ে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ব বাদুরা গ্রামের মৃুত. হরে কৃষ্ণ শীলের মেয়ে কৃষ্ণা রানি অনিমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী স্বপন কুমার শীল স্থানীয় কম্পিউটার কম্পোজ ও ফটোকপির ব্যবসায়ী এবং তাদের ঐশিমনি নামক স্কুল পড়ুয়া কন্যা সন্তান রয়েছে। জানা যায়, একইদিন সকাল আনুমানিক ১০ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ২নং বাঁধঘাট এলাকায় তার নিজ বাড়ির রান্নাঘরে রান্না করার সময় তাকে সাপে কাটে।
পরে দুপুরের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। নিহতের স্বামী স্বপন কুমার শীল জানান, “সকাল সাড়ে দশটার দিকে আমার স্ত্রী রান্নাঘরে ভাত রান্না করছিলেন। হঠাৎ চিৎকার শুনে সেখানে ছুটে গেলে সে জানায় তাকে সাপে কেটেছে।
তাৎক্ষণিকভাবে আমি তার ক্ষতস্থানের উপরে কাপড় দিয়ে বেঁধে দেই এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসি।” পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, “সাপে কাটা রোগীকে সকাল ১১টা ২৬ মিনিটে হাসপাতালে আনা হয় এবং তার স্বজনরা জানিয়েছেন, রান্না করার সময় তাকে সাপে কাটে।
তবে সাপ তারা সরাসরি দেখতে পাননি। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। এরপর চিকিৎসক ডা. মশিউর রহমান এসে এন্টিভেনম দেওয়ার নির্দেশ দেন। আমরা তা প্রয়োগও করেছি। চিকিৎসা দেওয়া সত্ত্বেও কৃষ্ণা রানি অনিমা’কে বাঁচানো যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.