চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের যুবক বাবু পন্ডিত(২২) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভোলা-৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নিউডিউএসএস এর ব্যক্তিগত অফিসে দেখা করেন বাবু পন্ডিত ও তার পরিবারের সদস্যরা ।
এ সময় নাজিম উদ্দিন আলম তার পক্ষ থেকে বাবু পন্ডিতের হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন। বাবু পন্ডিত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের আবুল কাসেম পন্ডিত ও বিবি কুলছুমের ৪ ছেলে মেয়ের মধ্যে সে ৩ নাম্বার। বর্তমানে সে টঙ্গী সিটি কলেজের ছাত্র। গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা বিএনএস সেন্টারে সে গুলিবিদ্ধ হয় । তার শরীরে ৭ টি বুলেট লাগে। ১ টা বুলেট এখনো রয়ে গেছে তার শরীরে। অর্থের অভাবে থুবড়ে পড়ে তার চিকিৎসা। খবরটি জানার পর সেই বাবু পন্ডিত কে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছে ভোলা-৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
নাজিম উদ্দিন আলম বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বাবু পন্ডিতের সুচিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্রীয় ভাবে নেওয়া হবে। তিনি বাবু পন্ডিতের দ্রুত সুস্থতা কামনা করেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আলম বলেন, বাবু পন্ডিত আমার এলাকার ছেলে তাই তার চিকিৎসার জন্য সহযোগিতার দায়িত্ব নিয়েছি।
অর্থ সহায়তা পেয়ে গুলিবিদ্ধ বাবু পন্ডিত বলেন,অনুদানের টাকাটা পেয়ে খুবই উপকৃত হলাম। এ অর্থ দিয়ে আমার চিকিৎসা করাতে পারব। আমার শরীরে এখনো ১টা গুলি রয়েছে। এর উপর আবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে হসপিটালে ভর্তি রয়েছি । স্যারের সহযোগিতায় আজকে ৫০ হাজার টাকা পেয়ে খুবই উপকৃত হয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য যে, এর আগে জুলাই আগস্টের চরফ্যাশনের শহীদ ১৭ পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.