নিজস্ব প্রতিবেদক// বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কর্মী অনিক দেবনাথ।
একসময় ছাত্রলীগের কর্মীসভায় শোডাউন করে পদপ্রার্থী হওয়া অনিক এখন প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন।
অনিক দেবনাথ বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়ার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা অমর দেবনাথ স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বরিশাল জেলা ছাত্রদলের এক প্রভাবশালী নেতা অনিক ও তাঁর বাবাকে আশ্রয় দেন। এরপর থেকেই অনিক ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হন।
তবে এই রূপান্তর নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, অনিক অতীতে কখনও বিএনপি বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
অনিকের ফেসবুক কার্যক্রম বিশ্লেষণেও দেখা যায়, ৫ আগস্টের পর থেকেই তিনি ছাত্রদলের কর্মসূচি প্রচার করছেন।
রাজনীতিতে হঠাৎ এ রূপান্তরকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে— যারা অতীতে ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের কি ছাত্রদলের আশ্রয় দেওয়া উচিত? এ প্রশ্ন নিয়েই তোলপাড় চলছে বরিশাল বিএনপির অভ্যন্তরে"।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.