নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খুলনায় ঘরে তৈরি দেশি মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শেখ মোসলেম আলি (৭৮)। তিনি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। মারা যাওয়া পাঁচজন হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোড এলাকার বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গার রায়ের মহল এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং বয়রা পাবলিক কলেজ এলাকার বাসিন্দা তোতা (৬০)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক বলেন, মোসলেম আলী এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন। আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘরে বসে কয়েকজন সেই মদ পান করেন।
অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজন মারা যান। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মদ বিক্রেতা মোসলেম আলীকে আটক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.