নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।ৎ
শনিবার (১ মে) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
পটুয়াখালী ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতর হচ্ছেন গলাচিপা উপজেলার ডাউকা ইউনিয়নের মোতালেব ভূইয়ার ছেলে অপূর্ব ভূইয়া (২৫) এবং আটখালী ছোট চাতরা গ্রামের বঙ্কিম চন্দ্রের পুত্র জয়ন্ত্র চন্দ্র (২৩)।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, ঘটনাস্থল থেকে ফরাজী এন্টারপ্রাইজের পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।