নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন টিসিবির মালামাল চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার তাকে ঢাকার মিরপুরের মাজাররোড থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মনোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি বম্বু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বম্বু ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে ছয়টি ভ্যান করে টিসিবির মালামাল চুরি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। টিসিবির ওই মালামালগুলো জনগণকে দেওয়ার কথা ছিল।
স্থানীয় লোকজন ইউপির গুদাম থেকে টিসিবির ওই মালামালগুলো চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্যের ভিডিও ধারণ করে। ওই ভিডিও বম্বু ইউনিয়নের কড়ই পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমানের কাছে পাঠানো হয়। আতাউর রহমান গত ১৭ ফেব্রুয়ারি ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করেন।
এরপর বম্বু ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন তার ফেসবুকে নয় সেকেন্ডের একটি ভিডিও দিয়ে মালামালগুলো টিসিবির বলে স্বীকার করেন। তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এরপর আতাউর রহমান গত ২৬ আগস্ট বম্বু ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসনসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন।
মামলার বাদী আতাউর রহমান বলেন, টিসিবির মালামালগুলো জনগণকে না দিয়ে ইউপি কার্যালয়ের গুদামে রাখা হয়েছিল। সংশ্লিষ্টদের সহযোগিতায় চেয়ারম্যান টিসিবির মালামালগুলো চুরি করে ছয়টি ভ্যানযোগে অন্যত্র নিয়ে যান।
জনগণ সেই দৃশ্যের ভিডিও ধারণ করে। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাইনি। সম্প্রতি জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে বিষয়টি উত্থাপন করেছিলাম। এরপর থানায় মামলা করেছি।
জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, টিসিবির মালামাল চুরির মামলায় বম্বু ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.