বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি > বরিশালের বাবুগঞ্জে সেচ্ছাসেবী সংস্থা সেলফ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই) কর্তৃক এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদিত এএফসি-১ প্রকল্পের আওতায় Helping hand for relief and development ( HHRD) U.S.A এর অর্থায়নে অসহায় পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
গতকাল সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর গ্রামে কর্মহীন ১ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীতে ছিল চাল,ডাল,তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জের কৃতি সন্তান ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক মোঃ দেলওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ রাজিব হোসেন, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ।