নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
থানা সূত্রে জানা গেছে, বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশোনা করত। শনিবার দুপুর থেকে তারা কেউ ছিলেন না। রাত সাড়ে ১১টা অথবা ১২টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনো জানা যায়নি। আগুনে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, গত ৬ জুন ঈদুল আজহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আটকা পড়ে থাকেন। এরপর বাসটি জব্দ করে থানার পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল।
এর আগে, শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্নিসংযোগ ঘটানো হতে পারে। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসে আগুনের ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.