ভোলা প্রতিনিধি// বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে “বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ”-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার সকালে গ্রামীণ জনউন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াছেফ উদ্দিন আহমেদ দিপু তালুকদার। কেক কেটে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে চ্যানেল আই-এর ভোলা প্রতিনিধি হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আজিম, যুগ্ম সম্পাদক নুর মো. আরিফ, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মনির হোসেন খান, ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান, দৈনিক বাংলার কণ্ঠের বার্তা সম্পাদক জুন্নু রায়হান, সাংবাদিক এইচ. আর. সুমন, মাহে আলম, শাহরিয়ার ঝিলন প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা, বিশেষ করে মফস্বলে। এই ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের ঐক্য অপরিহার্য। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সাংবাদিকদের সচেষ্ট থাকার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.