পটুয়াখালী প্রতিনিধি// পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৩৫ লাখ ১৯ হাজার টাকা মূল্যের মাদক জব্দ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পটুয়াখালী কোস্ট গার্ড স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টায় পটুয়াখালী কোস্ট গার্ড ও সদর থানা পুলিশ পায়রাকুন্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন, ১টি সিম কার্ডসহ মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মাদক পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকদ্রব্য ও সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.