পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় চাইনিজ পণ্য সরবরাহ প্রতিষ্ঠান টিয়েন্সের অনুমোদনহীন ভেষজ ওষুধ ও পণ্য বিক্রি এবং সার্টিফিকেট বিহীন চিকিৎসা দেওয়ার অভিযোগে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে জরিমানাও করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমিনের আদালত এ আদেশ দেন। এদের মধ্যে ৪ জনকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ৫ ব্যক্তি হলেন- প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ওসমান গনি (৩০) সাতক্ষীরার শ্যামনগর এলাকার বাবুর আলী মোড়লের ছেলে, রুমান হোসেন (২১) খুলনার নিরালা ৭ এর বাবুল হোসেনের ছেলে, ওয়ালিদ(২৩) খুলনার দাকোপ এলাকার আলী হাসানের ছেলে, ওয়াহিদুল ইসলাম (৪২) পিরোজপুরের পাড়েরহাট এলাকার নবাব চাঁন হাওলাদারের ছেলে এবং ফারুখ শেখ (৬৭) পিরোজপুরের কুমারখালী এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে।
ডিবি পুলিশের এএসআই মো. খায়রুল হাসান জানান, ডিবি পুলিশের একটি টিম শহরের কাপুড়িয়াপট্টি ব্রাক ব্যাংকের ৫ম তলায় টিয়েন্সের অফিস কার্যালয়ে অবৈধ পণ্য বিক্রি ও অনুমোদনহীন পণ্য ও ওষুধ বিক্রির অভিযোগে অভিযানে যায়। এসময় একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসক পরিচয়ে রোগীদের সেবা দেওয়ার সময়ে হাতেনাতে ধরেন। চাইনিজ পণ্য সরবরাহ প্রতিষ্ঠান টিয়েন্স কর্তৃপক্ষ ৩ থেকে ৪ মাস ধরে টিম ওয়াকিং সিস্টেমের মাধ্যমে ডিরেক্ট সিলিং মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট তাদের এজেন্টদের মাধ্যমে সরবরাহ করে আসছিল। এলাকার সাধারণ রোগীদের থেকে চিকিৎসার ফিজিওথেরাপির নামে টাকা হাতিয়ে নিচ্ছিল।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন জানান, অবৈধভাবে পণ্য বিক্রি ও অনুমোদন বিহীন ভেষজ ওষুধ ও পণ্য বিক্রি সার্টিফিকেট বিহীন চিকিৎসা দেওয়ার অভিযোগে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.