৬৩তম মিনিটে এগিয়ে যায় তিন দিন আগে গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠে হারা বার্সেলোনা। জর্দি আলবার ক্রসে ডি ইয়ংয়ের হেড রুখে দিয়েছিলেন সিলেসেন; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি সাবেক বার্সেলোনা গোলরক্ষক। ছুটে গিয়ে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন গ্রিজমান।
৬৯তম মিনিটে দেখা মেলে মেসির আরেকটি দর্শনীয় গোলের। প্রায় ২০ গজ দূর থেকে তার বাঁকানো শটে বল কাছের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
এরপর অনেকটা সময় একটানা চাপ ধরে রাখে বার্সেলোনা। এর মাঝে আচমকা ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। ৮৩তম মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে হঠাৎ বুলেট গতির শটে গোলটি করেন সলের। বাকি সময়ে ভ্যালেন্সিয়া গোলের দেখা না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোন।
লিগে ৩৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৭৬। রিয়ালের সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।