এবার পশ্চিমবঙ্গে ৫০ হাজারের বেশি ভোটে হারলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় !


Barisal Crime Trace -HR প্রকাশের সময় : মে ৩, ২০২১, ২:৫৮ অপরাহ্ণ /
এবার পশ্চিমবঙ্গে ৫০ হাজারের বেশি ভোটে হারলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় !

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে গেছেন হেভিওয়েট তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি ভারতের ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী। কিন্তু এবার হয়েছে ভরাডুবি। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হেরে গেছেন বাবুল সুপ্রিয়। খবর হিন্দুস্তান টাইমসের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে কার্যত বশ্যতা স্বীকার করলেন কেন্দ্রীয়মন্ত্রী। ৫০,০০৮ ভোটে হেরে গেছেন তিনি।

মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যকে হারাতে এই কেন্দ্রে বাবুলের ওপরেই ভরসা রেখেছিলেন মোদী-শাহ। কিন্তু হয়েছে ভরাডুবি।

 

ভোটের ফল প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর টুইট করেন বাবুল। এতে পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল আদতে ‘বাংলার মানুষের ভুল দল নির্বাচন’ বলেই খানিকটা ক্ষোভ ঝাড়লেন বাবুল। তিনি লেখেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না, কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নির্মম এক নারীকে ক্ষমতায় ফিরিয়েছে।” সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস