নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামের বাঁশখালীতে প্রধান সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ রাতেই গাছ সরিয়ে ফেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার (১৯ জুলাই) গভীর রাতে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের সামনে এবং সাধনপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ভোররাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তারা সড়কের ওপর থেকে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’
গোপালগঞ্জের এক ঘটনার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা সারাদেশে হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ। স্থানীয়রা জানান, হরতালের সমর্থনে গভীর রাতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্যরা ভোরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।’
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.