ফেসবুক স্ট্যাটাসে কাদের মির্জা লিখেন (হুবহু), ‘একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আমি ও আমার সন্তানকে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে।
ইতোমধ্যে এই হত্যার মিশন বাস্তবায়ন করার জন্য ৩টি একে ৪৭ ক্রয় করা হয়েছে। আমি সত্যের পথে আছি থাকবো, সাহস করে সত্য কথা বলে যাবো।
আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না, আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’
বিষয়ে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে তরুণ সাংবাদিক মুজাক্কিরসহ দুইজনের মৃত্যু হয়েছে।