বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// পূর্ব শত্রুতার জেরে বরিশালের বাকেরগঞ্জে এক কৃষকের ৬০-৭০ শতাংশ জমির কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কৃষক আবুল হাশেম মৃধার কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শনিবার সকালে উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামে কৃষক আবুল হাশেম মৃধার বাগানে কলা গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা।
এর আগে, শুক্রবার রাতের কোনো এক সময়ে এই কলা গাছগুলো কাটা হয় বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাশেম মৃধা জানান, শনিবার সকালে তিনি তার কলাবাগানে পরিচর্যা করতে যান। এ সময় ৪০০-৫০০ কলার গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। কলার গাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক আরও জানান, বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন তিনি। শত্রুতার কারণে আজ তার পথে বসার উপক্রম।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাশেম মৃধা আরও বলেন, কিছুদিন আগে তার সঙ্গে ছোট মেয়ের শ্বশুড় আইউব আলী হাওলাদারের ঝামেলা হয়েছিল। মেয়ে জামাই তার মেয়েকে ডিভোর্স না দিয়ে অন্যত্র বিবাহ করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। সেটি নিয়ে এলাকায় এখনও পারিবারিকভাবে ঝামেলা চলছে। এর মাঝেই তার কলা গাছগুলো কাটা হলো।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.