মোঃ আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি> পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের মনির হোসেন ও আলতাফ হোসেন নামের দুই অসহায় কৃষকের ২ একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগের নেতা কর্মিরা।
আজ সোমবার ৩রা মে ওই ধান কেটে বাড়ীতে পৌঁছে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আল- আমিন ত্বোহা, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রাকিব, সাবেক সভাপতি এম এ হান্নান, হাসনাইন রশিদ সান প্রমুখ।
এ সময় নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম রাকিব বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে ইতিবাচক কর্মকাণ্ডের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ত্বোহা বলেন, করোনা মহামারির কারনে শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আগমী দিনেও এমন কর্মসূচি চলমান থাকবে।