নলছিটি প্রতিনিধি// ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণ করার জন্য চাঁদা না দেওয়ার কারণে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক রাশেদ খান মিঠুর ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কেএম সবুজ নামে স্থানীয় এক যুবকের নেতৃত্বে ৫/৬ জন ব্যক্তি উপজেলা পরিষদ চত্বরে এ হামলা চালায়। হামলায় আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত সাংবাদিক রাশেদ খান মিঠুকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নলছিটি উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হলে কেএম সবুজের নেতৃত্বে ৫/৬ জন ব্যক্তি চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে তারা নির্মাণাধীন নতুন ভবনে হামলা চালায়। এতে বাঁধা দিলে সবুজ লোকজন নিয়ে সাংবাদিক মোহাম্মদ মোহসীন ও রাশেদ খানের উপর অর্তকিত হামলা চালায়। এতে তারা দুজন গুরুতর আহত হয়।
আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীন ও রাশেদ খান মিঠু বলেন, কেএম সবুজ ৫ আগস্ট পরে বিভিন্ন স্থানে চাঁদাবাজী করে বেড়াচ্ছেন। আমরা নতুন ভবন নির্মাণ কাজ শুরু করলে সে লোকজন নিয়ে নির্মাণ কাজ বন্ধ করে চাঁদা দাবি করেন। আমরা চাঁদা না দিলে আমাদের ভবনে হামলা চালায়। এতে বাঁধা দিলে সে লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়।
তারা আরও জানান, কেএম সবুজ নিয়মিত বরিশাল গিয়ে মাদক সেবন করেন এবং চাঁদাবাজি করে বরিশালে ৩৫ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রয় করেছেন। মূলত মাদক সেবনের টাকার জন্যই তিনি আমাদের কাছে এসে চাঁদা দাবি করেন। তার বাবা সামান্য একজন কাঁচামাল বিক্রেতা। তার ছেলে হয়ে সে এখন চাঁদাবাজি করে কোটি টাকার মালিক হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত কেএম সবুজকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.