সরকার যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে: এমপি শাওন
Barisal Crime Trace -HR
প্রকাশিত মে ৪ মঙ্গলবার, ২০২১, ০৬:০৬ অপরাহ্ণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি>> ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার সব সময় দেশের মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। যেকোনো দুর্যোগে সবার আগে সরকার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ডায়রিয়া রোগীদের জন্য আইভি স্যালাইন বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান প্রমূখ।