বরগুনার বামনায় করোনায় ক্ষতিগ্রস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


Barisal Crime Trace -HR প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৭:০৬ অপরাহ্ণ /
বরগুনার বামনায় করোনায় ক্ষতিগ্রস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রাসেল চৌধুরী, বামনা(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।

 

আজ মঙ্গলবার(৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদেও সামনে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা।

 

এনময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার,

 

সদও ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদেও সভাপতি নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক মনোতোষ হাওলাদার,

 

প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরম সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক নির্ঝর কান্তি বিশ্বাস ননী প্রমূখ।

 

ঊামনা উপজেলা নির্বাহী কর্মকর্তাও কার্যালয় সূত্রে জানাগেছে, করোনায় চলমান লগডাউনের প্রভাবে খেটে খাওয়া উপজেলার ১ শত ৯০ জন নিম্ম আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানের শুরুতে সদও ইউনিয়নের ৭০জনের মাঝে আজ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বুকাবুনিয়া, ডৌয়াতলা ও রামনার প্রতিটি ইউনিয়নে ৪০জনকে এ উপহার প্রদান করা হবে।