গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় নিবারন চন্দ্র গং এর পরিচয় মিলেছে। নিবারন চন্দ্র হচ্ছেন নগরবাস হালাদারের পুত্র। নিবারন চন্দ্রের দুই পুত্র অজয় কুমার হালদার ওরফে অজামিনি ও সুশীল কুমার হালদার। ঘটনা সূত্রে জানা যায় তৎকালীন আমলে নগরবাস হালাদারের পুত্র নিবারন চন্দ্র ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী। তার রেখে যাওয়া দুই ছেলের মধ্যে বড় ছেলে অজয় কুমার হালদার ওরফে অজামিনির ছেলে বেনি মাধব ও বেনি মাধবের ছেলে লিটন হালদার গলাচিপায় বসবাস করছেন।
এ বিষয়ে লিটন হালদার বলেন, আমার তালই অনেক সম্পত্তি রেখে গেছেন। যা আমরা এখনো জানি না। আমার দাদা অজয় কুমার হালদার ওরফে অজামিনিও বেশ পরিমান জমি রেখে গেছেন।
জেলা প্রশাসক মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি,আমাদের বংশের রেকর্ডীয় সম্পত্তি আমরা ফিরে পেতে চাই। যেহেতু আমরা গরিব মানুষ। বাবা-কাকারা অনেক অসুস্থ। আমার দাদা-তালইয়ের অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও আজ আমরা অসহায়। আমার বাবা-কাকাদের চিকিৎসা পর্যন্ত করাতে পারছি না।
এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের সমাজসেবক সালাম মিয়া বলেন, নিবারন চন্দ্র গং এর অনেক সম্পত্তি আমাদের ইউনিয়নে রয়েছে। তাদের ওয়ারিশ এদিক সেদিক থাকায় তারা জমিগুলো বুঝে নিতে পারছেন না। মালিক না থাকায় অন্য মানুষ যে যার মত করে উক্ত সম্পত্তি দখল করে রেখেছে। যেহেতু তাদের ওয়ারিশরা জীবিত আছে সেহেতু মালিক হিসেবে তাদেরকে উক্ত জমি বুঝিয়ে দিলে তাদের উপকার হবে।
এ বিষয়ে সমাজসেবক গৌতম হালদার বলেন, তাদের নামে গলাচিপা পৌরসভায় ও গলাচিপা সদর ইউনিয়নে অনেক জমি রয়েছে। তারা এ জমিগুলোর যদি সরকারি খাজনা দিতে পারে তাহলে জমিগুলো দিয়ে তাদের ওয়ারিশরা ফিরে পেতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.