পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমিতে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ভবণ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী তিনি পত্তাশী বাজারে এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানাযায়,২০২১ সালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার পত্তাশী বাজারে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ করেন। তিনি আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাস্তার ওপর ভবন নির্মাণের অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন,আমার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করেছি। কিন্তু প্রতিপক্ষের ইন্দনে প্রশাসন ভবন ভেঙে ফেলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন,রাজস্ব রাজস্ব খাতের জমি দখল করে ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.