নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের গলা কেটে হত্যার একটি নৃশংস ঘটনা ঘটেছে। নিহতের নাম করুণা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।
এলাকাবাসীর অভিযোগ, অর্থসম্পদ দখলের উদ্দেশ্যে করুণা রানীকে হত্যা করেছে তারই ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে ধারণা করছে পরিবার। এতে ঘটনাস্থলেই করুণা রানীর মৃত্যু হয়।
রাত একটার দিকে শিশুর কান্নাকাটির শব্দে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ওঠে এবং তখন তারা মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ছোট ছেলে রথীন্দ ভদ্র জানান, তার বড় ভাই রবিই মাকে হত্যা করে পালিয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।
দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.