নিজস্ব প্রতিবেদক// পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবাপ্রত্যাশীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত যেকোনো সেবা পেতে গেলে রুস্তম আলীকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, এমনকি অনেক সময় সরাসরি প্রকাশ্যে টাকা গুনে নেওয়ার ঘটনাও ঘটছে।
ভুক্তভোগীদের অভিযোগ, রুস্তম আলী কোনো কাজ বিনা ঘুষে করেন না। নির্ধারিত সরকারি ফি ছাড়াও তাকে 'উপহার' দিতে হয়, অন্যথায় সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়।
বালিপাড়া গ্রামের বাসিন্দা চান খান ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি নামজারি করতে গেলে রুস্তম আলী আমার কাছে ১১ হাজার টাকা দাবি করেন। অনেক অনুরোধের পর ৭ হাজার টাকায় কাজটি করে দিয়েছেন। আমি একজন গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব? সরকার যেখানে অনলাইনে নামজারির সুযোগ দিয়েছে, সেখানে এভাবে ঘুষ দিয়ে সেবা নিতে হবে কেন?"
স্থানীয়দের অভিযোগ, রুস্তম আলীর বিরুদ্ধে একাধিকবার মৌখিক অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তার সাহস আরও বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রুস্তম আলী তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। প্রকাশ্যে টাকা লেনদেনের বিষয়ে তিনি দাবি করেন, এগুলি খাজনা আদায়ের টাকা।
বালিপাড়া ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য জানান, এই ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই ঘুষ ও হয়রানির অভিযোগ চলে আসছে। রুস্তম আলী নিজেকে অত্যন্ত ক্ষমতাবান মনে করেন এবং প্রকাশ্যে ঘুষ দাবি করতে দ্বিধা করেন না। স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে প্রশাসনের দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.