নিজস্ব প্রতিবেদক,বরিশাল// শংকর মঠের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন শংকর মঠ ট্রাস্ট কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার। তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে জানান, শংকর মঠের দানবাক্স থেকে উত্তোলিত অর্থ দীর্ঘদিন ধরে শংকর মঠ ট্রাস্ট কমিটি সঠিক প্রক্রিয়ায় উত্তোলন করে জনতা ব্যাংক নতুন বাজার শাখায় জমা রাখে।
পরে এ অর্থ ছাত্রাবাসসহ মঠের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয় এবং বর্তমানে এসব উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
বাসুদেব কর্মকার অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে শংকর মঠ ট্রাস্ট কমিটিকে হেয়প্রতিপন্ন করার জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন,“দানবাক্সের টাকা চুরি নিয়ে যে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। শংকর মঠের নামে একটি অবৈধ ফেসবুক পেইজ খুলে গুজব ছড়ানো হচ্ছে। এই পেইজের সঙ্গে ট্রাস্ট কমিটির কোনো সম্পর্ক নেই এবং এটি অনুমোদনবিহীন।”
তিনি আরও জানান, শীঘ্রই ওই অবৈধ ফেসবুক পেইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সনাতনী সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, “সকলকে অনুরোধ করছি গুজবে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করতে। দানবাক্সের টাকা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এর এক টাকাও চুরি হয়নি।”
শংকর মঠের সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার দৃঢ়ভাবে বলেন,
“এই গুজবের মাধ্যমে আমাদের ট্রাস্ট কমিটিকে হেনস্তা করার চেষ্টা সফল হবে না। আমরা আইনগতভাবে এর মোকাবিলা করব।”
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.