নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানে বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন ব্রিটিশ তরুণী মারিয়া জুলফিকার (২৫)। তিনি আর ব্রিটেনে ফিরে যেতে পারেনি। ২ মাস আগে পাকিস্তানে আসার পর মারিয়া লাহোরে একটি একটি ভাড়া বাসায় উঠেছিলেন। সেখানেই খুন হয়েছেন তিনি। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
খুনের ঘটনায় মামলা করেছেন মারিয়ার চাচা। তিনি দাবি করেছেন, মারিয়ার দুই বন্ধু তাকে বিয়ে করতে চেয়েছিল। রাজি না হওয়ায় তারা বাসায় ঢুকে মারিয়াকে হত্যা করে। কয়েকদিন আগে মারিয়া ওই বিষয়ে তাদের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন।
প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, মারিয়া জুলফিকারের দেহে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তার দেহে আঘাতের আলামতও পাওয়া গেছে।
এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা কাশিম বলেন, মারিয়ার কাঁধে আমরা বুলেটের আঘাত পেয়েছি। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত ২ জনকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি।
মারিয়া জুলফিকার যুক্তরাজ্যের ফেলথাম শহরের বাসিন্দা। মিডেলসেক্স ইউনিভার্সিটিতে তিনি আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন।
সূত্র : দ্য সান ও স্কাই নিউজ
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :