নিজস্ব প্রতিবেদক// বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহ আলম চুন্নুর স্ত্রী মোসা: হাসিনা বেগম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) এর ডিলার শীপ পেতে একটি আবেদন করেছে। আবেদনে তার প্রতিষ্ঠানের নাম মেসার্স সিকদার ট্রেডার্স। টিসিবির সদর দপ্তর তার দপ্তরের স্মারক নং ২৬. ০৫.০০০০.০২৩.১১.০০২.২৫-৮৩৫ তাং ০৩.০৮.২০২৫ খ্রিষ্টাব্দ। প্রেরিত ওই পত্রে মোসা: হাসিনা বেগমের নামের থাকা মেসার্স সিকদার ট্রেডার্স এর নাম ১০ নং ক্রমিক রয়েছে। ঘটনা অনুসন্ধানে জানা যায়- সিকদার ট্রেডার্স এর কথিত স্বত্বাধিকারী মোসা:হাসিনা বেগম একজন গৃহিণী।
তার স্বামী মো. শাহ আলম চুন্নু বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য। তার স্বামীর বিরুদ্ধে ভিজিডি,ভিজিএফ,টিয়ার, কাবিখা সহ সরকারি খাদ্যপণ্য আত্মসাৎ-সহ চন্দ্র মোহন ইউনিয়নের ইউ জি পি পি প্রকল্পের শ্রমিক আবু সুফিয়ানের মৃত্যুর পর তার নামে থাকা অর্থ সোনালী ব্যাংক পিএলসি সাহেবের হাট শাখার হিসাব নং- ০৩৩১৯০১০১৫৪০৫ থেকে অবৈধভাবে উত্তোলনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দেয়া মামলা চলমান রয়েছে। মামলা দুদুক তদন্ত নং-১২/২৪ তারিখ ১৮/৯/২০১৪ খ্রিস্টাব্দ।
এছাড়া তার নামে সরকারি খাদ্যপণ্য ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংশ্লিষ্ট আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। নিজে ইউপি সদস্য থাকায় তার নামে কোন সরকারি ডিলার শীপ পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায়, তিনি তার পিতা মো. ইউনুস আলী শিকদার এর নামে ওএমএস ডিলারশীপ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। একই সাথে মেসার্স সিকদার ট্রেডার্স নামে তার স্ত্রী মোসা:হাসিনা বেগমের নামে টিসিবি ডিলারশীপ পেতে আবেদন করেছেন।
একই পরিবারের এভাবে কৌশলে এতগুলো প্রতিষ্ঠানের নামে সরকারি ডিলারশীপ নেওয়ার কেন অবৈধ প্রচেষ্টা হবে? তারই প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে।
টিসিবি ডিলারশীপ পেতে মেসার্স শিকদার ট্রেডার্স এর নামে মোসা: হাসিনা বেগমের করা আবেদন সরকারি বিধি অনুযায়ী কতটা ন্যায় সঙ্গত হবে তার প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.