বরিশালে গরিব মানুষদের জন্য বাসদের পক্ষ থেকে মানবতার বাজার চালু
Barisal Crime Trace -HR
প্রকাশিত মে ৬ বৃহস্পতিবার, ২০২১, ০৮:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে দ্বিতীয়বারের মতো আবার চালু হয়েছে ‘মানবতার বাজার’। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় অমৃতলাল দে কলেজ মাঠে এ মানবতার বাজারের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
এই মানবতার বাজার থেকে বরিশালের দুস্থ অসহায় শ্রমজীবী গরিব মানুষদের চাল, ডাল, আটা, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি ও দুধ সরবরাহ করা হবে; এসব খাদ্যসামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে বলে জানান ডা. মনীষা চক্রবর্তী।