বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরিশাল জেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্র সাহা সমীর ও সদস্য সচিব আশিস কুমার হালদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কমিটিতে বিপ্লব মিস্ত্রীকে আহ্বায়ক ও শিবু দাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানাগেছে, শারদীয় দুর্গোৎসব ও হিন্দু সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে সম্পৃক্ত করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.