পটুয়াখালী প্রতিনিধি// বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা যখন পালিয়ে যায় কোনো দেশ তাকে গ্রহণ করেননি, ভারত করেছে।
রবিবার ( ১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারতের গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে পরিষ্কার বলেছে ৭১ যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, তিনি কিন্তু একবারও বলেনি মুক্তিযুদ্ধ এবং বলবেই বা কেন, তারা চেয়েছিলেন পাকিস্তান ভাঙতে এবং ভাঙছে, আমাদের স্বাধীনতার জন্য তারা করেননি।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাকে অফিস করে দিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা আছে, সেখানে র এর লোক আছে। তাদের কাজ হলো সারাদিন তারা আলাপ আলোচনা করে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। জনাব তারেক রহমান বহুবার বলেছেন, ‘আগামী নির্বাচন যত সহজ মনে করেন, আগামী নির্বাচন সহজ হবে নাথ উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে হবে, আপনাদের মুখে হাসি থাকতে হবে, কথায় মিষ্টি থাকতে হবে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.