নিজস্ব প্রতিবেদক// এনসিপির ভেতরে আপত্তি ওঠায় আপাতত জামায়াতের সঙ্গে যৌথ কর্মসূচিতে যাচ্ছে না দলটি।
যদিও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে বাস্তবায়নের বিষয়ে তাদের অবস্থান এক, তবে আন্দোলনে জামায়াতের সঙ্গে থাকছে না।
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ যেসব দল সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা এ দাবিতে আন্দোলন করবে। অন্য দলগুলো চার দফা দাবি– সংস্কার, বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ– নিয়ে নিজেদের মতো কর্মসূচি চালাবে।
এনসিপির কয়েকজন উপদেষ্টা ধর্মভিত্তিক দলের সঙ্গে জোটে রাজি নন। যুক্তরাজ্য সফরে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, দেশে আগে থেকেই অর্ধডজন “মওদুদীবাদী প্রক্সি দল” আছে, নতুন করে আরেকটির দরকার নেই।
শনিবারের বৈঠকে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের নেতারা অংশ নেন। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সমঝোতার বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত হয়।
দলগুলো পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান জানাবে। খেলাফত মজলিস আগেই কর্মসূচি ঘোষণা করবে, এবি পার্টি চেয়ারম্যান দেশে ফেরার পর জানাবে। ইসলামী আন্দোলনও শিগগিরই নিজেদের কর্মসূচি ঘোষণা করতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.